টেকনাফ পৌরসভা বাংলাদেশের সর্ব দক্ষিণে বাংলাদেশ-মায়ানমার সীমান্তে অবস্থিত একটি সম্ভবনাময় পর্যটন নগরী। বিগত ১৩/৬/২০০০ইং তারিখে এক প্রজ্ঞাপনের মাধ্যমে কক্সবাজার জেলাধীন টেকনাফ উপজেলার অন্তর্গত টেকনাফ সদর ইউনিয়নের টেকনাফ মৌজা (অংশিক) নিয়ে টেকনাফ পৌরসভা একটি' ‘গ' শ্রেণীর পৌরসভা হিসাবে আত্ম প্রকাশ করেন। জনগনের সার্বিক সহযোগিতায় গত ১১/০৭/২০১২ইং তারিখে টেকনাফ পৌরসভা 'খ' শ্রেণীতে উন্নীত হয়। টেকনাফ পৌরসভার আয়তন ৪.০৫ বর্গ কিঃমিঃ। এই পৌরসভার ওয়ার্ড সংখ্যা ০৯টি। আদম শুমারী ২০১১ এর তথ্য অনুসারে প্রতিষ্ঠা কালে টেকনাফ পৌরসভার জনসংখ্যা ছিল ১৮,৯৫১ জন। গত ২০১১ সালের আদম শুমারী অনুসারে বর্তমান টেকনাফ পৌরসভার জন সংখ্যা ২৫,১৩৭ জন। কিন্তু বাস্তবে টেকনাফ পৌরসভার জন সংখ্যা ৫০,০০০ এর কম নয়। টেকনাফ একটি পযর্টক এলাকা এবং সীমান্ত ব্যবসা কেন্দ্র হওয়ায় সবসময় হাজার হাজার পযর্টক, ব্যবসায়ী ও ব্যবসা সংশ্লিষ্ট লোকজন অত্র এলাকায় অবস্থান করেন। এই পৌরসভার প্রথম প্রশাসক ছিলেন কক্সবাজার-৪ আসনের বর্তমান সাংসদ আলহাজ্ব আবদুর রহমান বদি। পরবর্তীতে তিনি অত্র পৌরসভার প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন। গত ২৭/০১/২০১১ইং তারিখে অনুষ্ঠিত নির্বাচনে জনাব হাজী মোহাম্মদ ইসলাম বিপুল ভোটে বর্তমান পৌর পরিষদের মেয়র নির্বাচিত হন।